কজন গার্ডেনার এর কাছে হ্যান্ড স্প্রে মেশিন অত্যন্ত প্রয়োজনীয় একটি মেশিন। যার মাধ্যমে একজন গার্ডেনারের তার গার্ডেন পরিচর্যা সহজ এবং নিক্ষুত করতে পারে। এই হ্যান্ড স্প্রে বোতল দিয়ে আপনি খুব সহজেই আপনার বাগানের গাছে স্প্রে করতে পারবেন । আপনার বাগানের গাছে পানি বা কীটনাশক দেয়ার জন্য অথবা খামাওে ঔষধ প্রয়োগের জন্য আপনি এই স্প্রে মেশিন খুব সহজে ব্যবহার করতে পারবেন। এই স্প্রে মেশিনটি সাধারনত বাতাসের প্রেসার দিয়ে চালিত হয়। তাই স্প্রে হয় খুব দ্রুত এবং নির্দিষ্ট স্থানে তরল স্প্রে করা সম্ভব হয়। এছাড়া বোতলের সামনের নজেলটিকে ঘুরিয়ে তরলের গতিপথ নিয়ন্ত্রন করা যায়।